Last Updated: Tuesday, February 12, 2013, 20:53
আচ্ছা, খবরকাগজ-চ্যানেলে রাজনীতিবিদ, মন্ত্রী কিংবা বিজনেসম্যানদের স্ক্যামের কথা জানলে, ভেতরটা কেমন রাগে হিসহিস করে না? কিংবা প্রশাসনের গড়িমসি, রেড-টেপে বাঁধা পড়া অসংখ্য অপরাধের পাহাড় নিয়েও সমাজে ক্ষমতার আসনটা ঠিক পোক্ত রাখতে পারেন যাঁরা, কখনও ইচ্ছে হয় না, নিজেরাই গিয়ে ভেঙে গুঁড়িয়ে দিই? বের করে আনি রাশি রাশি কালো টাকা? ঠিক মারমুখী হয়ে নয়, ধৈর্য ধরে, বুদ্ধি প্রয়োগ করে? ঠিক এইখান থেকে দেখতে শুরু করুন ছবিটা।