Last Updated: October 10, 2013 20:55

কিংবদন্তী সাহিত্যিক অ্যান্টন চেখভের সঙ্গে তুলনা হতো তাঁর। অচিন শহরে মেয়েদের বেড়ে ওঠার গল্প, তাদের আশা-নিরাশার দোলাচল জাদুকলমে ফুটিয়ে উঠতেন তিনি। সমাকালীন ছোট গল্পে অনন্য নৈপুণ্যই কানাডার অ্যালিস মুনরোকে এনে দিল সাহিত্যের নোবেল।
কানাডার প্রথম নাগরিক হিসেবে নোবেল পাচ্ছেন ৮২ বছরের এই সাহিত্যিক। তাঁর লেখা ডিয়ার লাইফ বা ড্যান্স অফ দ্য হ্যাপি শেডস সাড়া ফেলেছে সারা বিশ্বেই। পেয়েছেন ম্যান বুকার সহ অসংখ্য সম্মান। ২০১২তে লেখালেখির জগত থেকে অবসর নিয়েছেন অ্যালিস মুনরো । মহিলা সাহিত্যিক হিসেবে তিনি নোবেল পুরস্কারের ১৩তম বিজয়িনী। গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন চিনের লেখক মো ইয়ান।
First Published: Thursday, October 10, 2013, 20:55