Alice Monro - Latest News on Alice Monro| Breaking News in Bengali on 24ghanta.com
অচিন শহরের মেয়েদের কাহিনী অ্যালিস মুনরোকে এনেদিল সাহিত্যের নোবেল

অচিন শহরের মেয়েদের কাহিনী অ্যালিস মুনরোকে এনেদিল সাহিত্যের নোবেল

Last Updated: Thursday, October 10, 2013, 20:55

কিংবদন্তী সাহিত্যিক অ্যান্টন চেখভের সঙ্গে তুলনা হতো তাঁর। অচিন শহরে মেয়েদের বেড়ে ওঠার গল্প, তাদের আশা-নিরাশার দোলাচল জাদুকলমে ফুটিয়ে উঠতেন তিনি। সমাকালীন ছোট গল্পে অনন্য নৈপুণ্যই কানাডার অ্যালিস মুনরোকে এনে দিল সাহিত্যের নোবেল।