ব্যর্থ সর্বদল, All Party failure

ব্যর্থ সর্বদল

ব্যর্থ সর্বদলবিষমদকাণ্ডে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জল গড়াল বিধানসভার সর্বদল বৈঠকেও। সরকারপক্ষ মন্তব্য প্রত্যাহার করতে রাজি না হওয়ায় সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট করল বামেরা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, কুত্সামূলক এই অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁরা সরকার পক্ষকে বুঝিয়েছেন। কিন্তু সরকার পক্ষ তাঁদের ঘোষিত অবস্থান থেকে সরেনি। ফলে ওয়াকআউটে বাধ্য হয়েছেন তাঁরা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ইস্যুতে পুরোপুরি সরকারপক্ষের পাশে দাঁড়িয়েছেন। ওয়াকআউট প্রসঙ্গে তাঁর সাফাই , বিরোধীরা যে বৈঠকে থাকবেন না এটা তাঁদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। 






First Published: Monday, December 19, 2011, 17:22


comments powered by Disqus