Last Updated: Monday, February 10, 2014, 22:56
সোমবার নজিরবিহীন ঘটনা ঘটল বিধানসভায়। সাধারণত বাজেট অধিবেশনের জন্য রাজ্যপাল যখন আসেন, তার আগেই মুখ্যমন্ত্রী এবং বিধায়করা বিধানসভায় পৌছে যান। কিন্তু এবার রাজ্যপাল আসার পর অধিবেশন কক্ষে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী।এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বামেরা। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী ঠিক সময়েই এসেছেন। রাজ্যপালই সভায় আগে পৌছে গিয়েছিলেন। সোমবার শুরু হল বিধানসভার বাজেট অধিবেশন। কিন্তু তার একেবারে গোড়াতেই বিতর্ক। বিতর্ক রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর সভায় ঢোকার সময় নিয়ে। সাধারণত, রাজ্যপাল বিধানসভায় কক্ষে ঢোকার আগেই মুখ্যমন্ত্রী এবং বিধায়করা সেখানে পৌছে যান। কিন্তু এবার ব্যতিক্রম।