Last Updated: March 28, 2013 21:39

আইপিএল সিক্স শুরু হওয়ার ঠিক আগে বিয়ে করলেন ইউসুফ পাঠান। শাহরুখ দলের বিস্ফোরক এই অলরাউন্ডারের স্ত্রীর নাম আফরিন। বুধবার রাতে বদোদরার কাছে নাদিয়াদে নিজের ফার্ম হাউসে আফরিনের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হলেন ৩০ বছরের ইউসুফ। আইপিএল থেকে উত্থান ইউসুফ ইদানীং একদম ফর্মে নেই। জাতীয় দলে এক সময় নিয়মিত ইউসুফ এখন গণ্ডির বাইরে। বিয়ের পর স্ত্রী ভাগ্যে পিচে রান পাবেন এমন আশাই নাইট ভক্তরা করছেন।
সচিন ভক্ত ইউসুফের বিয়েতে আমন্ত্রিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের ও ক্রিকেট বোর্ডের বহু শীর্ষ খেলোয়াড় ও কর্তা। ইউসুফের স্ত্রী আফরিন ছোট থেকেই মুম্বইতেই বড় হয়েছেন। তবে এখন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট হিসেবে বদোদরাতেই কাজ করেন।
বিয়ের পর ইউসুফকে শুভেচ্ছা আইপিএলের তাঁর দলের মালিক শাহরুখ খান।
First Published: Thursday, March 28, 2013, 21:46