Last Updated: Wednesday, April 11, 2012, 11:35
আফরিনের শারীরিক অবস্থার আরও অবনতি হল। চিকিত্সকেরা জানিয়েছেন, সেমি কোমায় চলে গিয়েছে তিন মাসের শিশুকন্যাটি। মঙ্গলবার বিকেল থেকে শ্বাস-প্রশ্বাসের গতি অনেকটাই বেড়ে গিয়েছিল আফরিনের। বেশ কয়েকবার বমিও করেছে শিশুটি। শারীরিক অবস্থার এই গতিপ্রকৃতি যথেষ্টই উদ্বেগে রেখেছে চিকিত্সকদের। প্রয়োজনে নিমহান্সের চিকিত্সকদের পরমার্শ চাওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।