Last Updated: January 27, 2012 21:52

ইংল্যাণ্ডের পর এবার অস্ট্রেলিয়াতেও হোয়াইওয়াশ হয়ে গেল টিম ইন্ডিয়া। ৪-০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। আজ ৪ উইকেট হাতে নিয়ে হার বাঁচাতে মাঠে নামে ভারত। অ্যাডিলেডে হার এড়াতে শেষদিনে দরকার ছিল ৩৩৩ রান। তবে ২০১ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। সব মিলিয়ে ২৯৮ রানে হার হয় সেহওয়াগদের। ৪ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছেন ন্যাথান লিয়ঁ। ম্যাচের সেরা হয়েছেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পিটার সিডল্। সিরিজের সেরার খেতাব অবশ্য জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
এই নিয়ে বিদেশের মাটিতে টানা ৮টি টেস্টে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। লজ্জাজনক এই পরিস্থতিতেই সম্ভবত শেষ টেস্টটি খেলে ফেললেন রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ।
First Published: Saturday, January 28, 2012, 10:51