Last Updated: Thursday, January 5, 2012, 20:59
দর্শকদের উদ্দেশ্যে আঙুল তুলে অশালীন ইঙ্গিত করার অভিযোগে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে তাঁর ম্যাচ ফি-র অর্ধেক জরিমানা করলেন ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় দর্শকদের একাংশের ক্রমাগত কটূক্তিতে উত্যক্ত হয়ে ওই কান্ড ঘটান কোহলি।