Last Updated: December 3, 2013 20:12

এর মধ্যেই বক্সঅফিসে ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে কৃষ থ্রি। তাই নিশ্চিন্তে এখন আমেরিকায় ছুটি কাটাচ্ছেন হৃতিক। কিন্তু একা! সঙ্গে নেই সুজান। তবে কি সবকিছু ঠিকঠাক চলছে না?
শুধু তাই নয়, সম্প্রতি সুজানের নতুন লাক্সারি কনসেপ্ট বুটিকের উদ্বোধনে দেখা যায়নি হৃতিককে। তবে কি সত্যিই চিড় ধরেছে হৃতিক-সুজানের সম্পর্কে? ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব দুজনের। সেই সম্পর্কই গড়ায় কৈশোরের প্রেমে। তেরো বছর আগে বলিউডে এসেই সুজানেকে বিয়ে করেন হৃতিক। এক দশকের বেশি দীর্ঘ বিবাহিত জীবনে হৃতিক-সুজানে ছিলেন লভবার্ডস। কোথায় গেল সেই রসায়ন?
First Published: Tuesday, December 3, 2013, 20:12