Last Updated: Monday, January 23, 2012, 21:03
`শোলে`, `ডন` এর পর এবার `অগ্নিপথ`। প্রায় আড়াই দশক আগের এই ব্লকবাস্টারের রিমেক করেছেন করণ মালহোত্রা। করণ জোহর প্রোযোজিত এই নতুন অগ্নিপথে বিজয় দীনানাথ চৌহানের ভুমিকায় এবার হৃতিক রোশন। সঙ্গে `ডার্লিং` প্রিয়াঙ্কা চোপড়া। দুই মুখ্য ভিলেনের চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও হৃষি কাপুর।