আহতকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল্লি আদালত

আহতকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল্লি আদালত

আহতকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল্লি আদালত সমস্ত হাসপাতালগুলিতে দুর্ঘটনা ও ধর্ষনের শিকারদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত রাখার জন্য সরকারকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলি কোনও অবস্থাতেই আহত রোগীকে ফিরিয়ে দিতে পারবে না বলে স্পষ্ট করে দিয়েছে আদালত।

গত ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক তরুনীর গণধর্ষণের ঘটনা ঘটে। অপরাধীরা তাঁকে ও তাঁর বন্ধুকে রাস্তায় ফেলে দেয়। মেডিক্যালের ছাত্রী ওই তরুণীর মৃত্যুর পর তাঁর বন্ধু অভিযোগ তোলেন, তাঁদের দু`জনকে রক্তাক্ত অবস্থায় দেখেও দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি পুলিস। কোন থানার আওতায় ঘটনাটি ঘটেছে, তা নিয়েই ব্যস্ত থেকেছেন তাঁরা।

আদালত আজ এও জানিয়েছে, আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য পুলিসকেও নির্দেশ দেওয়া হোক। ঘটনাস্থলে দাঁড়িয়ে সে বিষয়ে কোনও বিতর্ক হওয়া উচিত নয় বলে জানিয়েছে দিল্লি আদালত। সমস্ত হাসপাতালগুলি আহতদের চিকিৎসায় যেন কোনও বিলম্ব না করে সে বিষয়েও সরকারকে নজর রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে আদালত নির্দেশ দয়েছে, হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো না থাকলে, অন্যত্র পাঠানোর আগে আর্ত রোগীর প্রাথমিক চিকিৎসা করতে হবে ওই হাসপাতালকেই।

First Published: Thursday, January 31, 2013, 13:14


comments powered by Disqus