Last Updated: Wednesday, April 16, 2014, 09:07
15666 BG Express- অসমের আজরি স্টেশনে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার মুখে পড়ল। বুধবার ভোররাতে এই দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হলেন। দিমাপুর-কামায়া ট্রেনের দশটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে বরাতজোরে অল্পের জন্য আরও বড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়ে যায় এই ট্রেনটি। দুর্ঘটনার ঠিক পরেই ১২ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। জোর কদমে উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাস্থলে রয়েছেন রেলের সিনিয়র অফিসাররা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।