জামিন পেলেন অমর সিং, amar singh bail plea accepted by delhi highcourt

জামিন পেলেন অমর সিং

জামিন পেলেন অমর সিংঅবশেষে জামিন পেলেন রাজ্যসভা সাংসদ অমর সিং। ২০০৮ সালে সংসদে  আস্থাভোটে ঘুষকাণ্ডে অভিযুক্ত অমর সিংকে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করে দিল্লি পুলিশ। কিন্তু একদিন তিহার জেলে থাকার পরই স্বাস্থ্যের অবনতির কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিত্‍সার প্রয়োজনে গত ১৫ সেপ্টেম্বর সমাজবাদী পার্টির বহিষ্কৃত নেতার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। এর পর ভগ্ন স্বাস্থ্যের কারণে স্থায়ী জামিনের আবেদন জানিয়েছিলেন অমর সিং। নিম্ন আদালত তাঁর আবেদন খারিজ হয়ে যায়। অবশেষে আজ জামিনের আবেদন স্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। আদালতে এইমস-এর বিশেষজ্ঞদের দেওয়া মেডিক্যাল রিপোর্ট পেশ করার পরই অমর সিং-এর জামিনের আবেদন মঞ্জুর হয়। দুটি পঞ্চাশ লক্ষ টাকার  ব্যক্তিগত বন্ডে  জামিন পেয়েছেন অমর সিং। তবে তিনি বিদেশে যেতে পারবেন না। পাসপোর্টও জমা রাখতে হয়েছে তাঁকে।



First Published: Monday, October 24, 2011, 15:28


comments powered by Disqus