amar singh get bail - Latest News on amar singh get bail| Breaking News in Bengali on 24ghanta.com
জামিন পেলেন অমর সিং

জামিন পেলেন অমর সিং

Last Updated: Monday, October 24, 2011, 15:28

অবশেষে জামিন পেলেন রাজ্যসভা সাংসদ অমর সিং। ২০০৮ সালে সংসদে  আস্থাভোটে ঘুষকাণ্ডে অভিযুক্ত অমর সিংকে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করে দিল্লি পুলিশ। কিন্তু একদিন তিহার জেলে থাকার পরই স্বাস্থ্যের অবনতির কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয় তাঁকে।