Last Updated: January 12, 2012 13:41

তালিবান সেনার মৃতদেহের উপর প্রস্রাব করছে আফিগানিস্তানে মোতায়েন ৪ মার্কিন ফৌজি! ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটে প্রকাশিত এই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা বিশ্বে। ভিডিওটিতে দেখা গিয়েছে, ২ তালিবান সেনার মৃতদেহের উপর ৪ জন প্রস্রাব করতে করতে অশালীন মন্তব্য করছে। ওই চারজনের পরণেই রয়েছে মার্কিন মেরিন কমব্যাট ইউনিফর্ম। ভিডিওটি প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে মার্কিন মেরিনের আধিকারিকরা। অস্বস্তিতে পেন্টাগনও। মার্কিন সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভিডিওর সত্যতা খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। একই বক্তব্য মার্কিন মেরিনেরও।
অপরদিকে মার্কিন সেনার বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব হয়েছে আমেরিকার মুসলিম মানবাধিকার সংগঠনগুলি। মার্কিন সেনার কড়া ভাষার নিন্দা করে মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তাকে চিঠি দিয়েছে দ্য কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনস। চিঠিতে মার্কিন সেনা আইন ও মার্কিন আইন মোতাবেক দোষীদের কড়া শাস্তিরও দাবি করেছে তারা। আফগানিস্তানে মার্কিন সেনার অত্যাচারের বেশ কয়েকটি নজির ইতিমধ্যেই রয়েছে। গত মার্চে দুটি পত্রিকায় একটি ছবি প্রকাশিত হয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল, একটি সাধারণ আফগান যুবককে মেরে, তাঁর রক্তাক্ত দেহের সামনে দাঁড়িয়ে রয়েছে কয়েক জন মার্কিন সেনা। আফগানিস্তান থেকে ধীরে ধীরে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে। বেশ কয়েক মাস একথা ধরেই বলছে ওয়াশিংটন। আফগান ও কাতার সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগামী সপ্তাহে আফগানিস্তান ও কাতার যাচ্ছেন মার্কিন বিদেশ মন্ত্রকের বিশেষ কূটনৈতিক প্রতিনিধি। এবার তালিবান সেনার মৃতদেহের উপর মার্কিন সেনার প্রস্রাবের ভিডিও আফগানিস্তানের মার্কিন বিরোধীদের ফের উস্কানি দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রভাব ফেলবে ওয়াশিংটন-কাবুল আলোচনাতেও।
First Published: Thursday, January 12, 2012, 13:41