Last Updated: Friday, May 23, 2014, 21:16
আফগানিস্তানের হেরাতে ভারতীয় দূতাবাসে হামলা চালাল জঙ্গিরা। আজ ভোররাতে হামলা হয়। মেশিনগান ও গ্রেনেড হাতে জঙ্গিরা দূতাবাসে ঢোকার চেষ্টা করে। আশেপাশের বহুতলগুলি থেকেও গুলি চালানো হয়। হামলায় দূতাবাসের কোনও কর্মী আহত হননি। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জানিয়েছেন চার হামলাকারীরই মৃত্যু হয়েছে। কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ভোর রাত সাড়ে তিনটে। আধো অন্ধকারের মধ্যেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলা চালায় জঙ্গিরা। মেশিনগান ও গ্রেনেড নিয়ে ঝাপিয়ে পড়ে জঙ্গিরা। আশেপাশের বহুতলগুলি থেকে চলতে থাকে গুলি। হামলা শুরু হতেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন আইটিবিপি ও আফগান জওয়ানরা। ন ঘণ্টা ধরে চলে দুপক্ষের সংঘর্ষ। পাল্টা আক্রমণে চার জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতে আফগান রাষ্ট্রদূত সইদা মহম্মদ আবদালি। এই হামলার মাধ্যমে দুদেশের সম্পর্কে চিড় ধরানোর চেষ্টা করলেও, জঙ্গিদের সেই চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।