Last Updated: February 17, 2013 19:20

কুড়ি, একুশ তারিখের ধর্মঘটের বিরুদ্ধে এবার সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। মহাজাতি সদনে ব্যবসায়ীদের একটি সভায় যোগ দিয়ে তিনি ধর্মঘট ব্যর্থ করার আহ্বান জানান। রাজ্যের সমস্ত ব্যবসায়ীকে ধর্মঘটের সময় দোকান খোলা রাখতে অনুরোধ জানিয়েছেন তিনি।
First Published: Sunday, February 17, 2013, 19:22