Last Updated: Saturday, May 4, 2013, 16:31
রাজ্য সরকার? টের পেল না অর্থ দফতরও? কিন্তু দেখা যাচ্ছে, দুর্নীতি যে হচ্ছে, অর্থ দফতর তার সব তথ্যই পেয়েছিল। অর্থ দফতরের মন্ত্রী অমিত মিত্র। তথ্য হাতে পেয়েছিল স্বরাষ্ট্র দফতরও। যে দফতরের মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকের কার্যবিবরণীতে লেখা রয়েছে, সভাপতিত্ব করেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র।
ভাষা ভবনের বৈঠকে বক্তব্য রাখেন এসএলবিসির চেয়ারম্যান ভাস্কর সেন।
কী বলেছিলেন ভাস্কর সেন?