আয়কর বাকি রাখায় অমিতাভকে নোটিস সুপ্রিম কোর্টের

আয়কর বাকি রাখায় অমিতাভকে নোটিস সুপ্রিম কোর্টের

আয়কর বাকি রাখায় অমিতাভকে নোটিস সুপ্রিম কোর্টেরঅমিতাভ বচ্চনের নামে নোটিস জারি করল দেশের সর্বোচ্চ আদালত। আয়কর সংক্রান্ত মালায় বিগ বি-র নামে এই নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার আয়কর বাকি থাকায় অমিতাভের বিরুদ্ধে পিটিশন দাখিল করে আয়কর বিভাগ। সেই পিটিসনের ভিত্তিতেই নোটিস জারি করা হল।

নোটিস পাওয়ার পর অবশ্য তাঁর বাকি থাকা ১ কোটি ৬৬ লক্ষ টাকার আয়কর জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, মৃত্যু এবং আয়কর দফতর, জীবনে এই দু’টি জিনিসকে এড়ানো যায় না৷

বিচারপতি ডি কে জৈন ও বিচারপতি মদন বি লোকুরের ডিভিশন বেঞ্চ এই নোটিস জারি করেন৷

প্রসঙ্গত, এর আগে ২০১০-এ আইটিএটি বলিউড শাহেনশার ওই আয়কর মকুব করে৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার৷ গত বছরের ফেব্রুয়ারি মাসে সরকারের আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট৷ তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আয়কর দফতর৷







First Published: Wednesday, January 9, 2013, 13:47


comments powered by Disqus