Last Updated: Tuesday, March 25, 2014, 20:54
ইন্ডিয়াস গ্লোবাল আইকন অফ দ্য ইয়ার অ্যাওযার্ড পেলেন অমিতাভ বচ্চন। বলিউডে ৪ দশক ধরে রাজত্ব করা বিগ বি অ্যাওয়ার্ড উত্সর্গ করেছেন বলিউডের নতুন প্রজন্মকে। সম্মানিত হয়ে তিনি বলেন, "আমার মনে হয় আমিই একমাত্র নই যাঁর এই সম্মান পাওয়া উচিত্। ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধু আছে, বিশেষ করে নতুন প্রজন্মের অভিনেতারা যাদের এই সম্মান পাওয়া উচিত্। তাই এই সম্মান আমি ওদেরকেই উত্সর্গ করছি।"