Last Updated: March 25, 2014 20:54

ইন্ডিয়াস গ্লোবাল আইকন অফ দ্য ইয়ার অ্যাওযার্ড পেলেন অমিতাভ বচ্চন। বলিউডে ৪ দশক ধরে রাজত্ব করা বিগ বি অ্যাওয়ার্ড উত্সর্গ করেছেন বলিউডের নতুন প্রজন্মকে। সম্মানিত হয়ে তিনি বলেন, "আমার মনে হয় আমিই একমাত্র নই যাঁর এই সম্মান পাওয়া উচিত্। ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধু আছে, বিশেষ করে নতুন প্রজন্মের অভিনেতারা যাদের এই সম্মান পাওয়া উচিত্। তাই এই সম্মান আমি ওদেরকেই উত্সর্গ করছি।"
অ্যাওয়ার্ডের মঞ্চে এদিন অমিতাভ ফিরে গেলেন পুরনো দিনে। বললেন, "১৯৬৯ সালে যখন সাত হিন্দুস্তানি মুক্তি পেল তখন আমার হাতে বেশি ছবি ছিল না। কিন্তু তখন স্টেজ শো করতাম ভারতের বাইরে তখন বুঝতে পারলাম বিদেশের মানুষ আমাদের কত পছন্দ করে। সেদিন থেকে শুরু করে এখনও চলছে সেই ভাললাগা। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই।"
আপাতত ভূতনাথ রিটার্নস ছবির প্রচারে ব্যস্ত অমিতাভ। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে ভূতনাথ রিটার্নস।
First Published: Tuesday, March 25, 2014, 20:54