Last Updated: December 10, 2013 17:27

অলিম্পিকে সোনা হারিয়ে দেশবাসীর চোখে জল এনে দিয়েছিলেন মেরি কম। ব্রোঞ্জ পদকের সাক্ষী ছিল শত বঞ্চনার ইতিহাস। সেই সব বঞ্চনার কাহিনিই এবার বইয়ের পাতায়। মেরি কমের আত্মজীবনীর উদ্বোধন করলেন অমিতাভ বচ্চন।
বইয়ের উদ্বোধন করে বিগ বি বলেন, "মেরি এর মধ্যেই কিংবদন্তি চরিত্র হয়ে উঠেছেন। দেশের মানুষের ভালবাসা কুড়িয়েছেন, শ্রদ্ধা অর্জন করেছেন। ভারতীয় মহিলাদের, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের মহিলাদের স্টিরিওটাইপ ভাঙতে মেরির অবদান অসামান্য। এই বই সত্যিই অনুপ্রেরণা জোগায়।" সাংবাদিকদের সামনে বক্সিং গ্লাভস পরে পোজও দেন অমিতাভ।
মেরি বলেন, "আমার লড়াই মহিলাদের বঞ্চনার কথা বলে। আমি চাই মহিলারা সেটা জানুক, আমি পারলে অন্যরাও পারবেন।"
First Published: Tuesday, December 10, 2013, 17:27