রনবীর আমার থেকেও বেশি জনপ্রিয়: অমিতাভ

রনবীর আমার থেকেও বেশি জনপ্রিয়: অমিতাভ

রনবীর আমার থেকেও বেশি জনপ্রিয়: অমিতাভ একই ছবিতে দুজনে থাকলেও রনবীর কপূরের সঙ্গে অভিনয়ের সুযোগ হয়নি। এই দুঃখপ্রকাশ করলেন স্বয়ং অমিতাভ বচ্চন। তাঁর আগামী ছবি ভূতনাথ রিটার্নসে ক্যামিও করেছেন রনবীর।

মঙ্গলবার ভূতনাথ রিটার্নসের ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে অমিতাভ বলেন, রনবীর আমার থেকেও বেশি জনপ্রিয়। ওর সঙ্গে নিজের কোনও তুলনাই করতে পারি না আমি। আশা করি একদিন ওর সঙ্গে কাজের সুযোগ হবে।

তবে শুধু রনবীর নন, নতুন প্রজন্মের সঙ্গেই কাজ করতে ভালবাসেন অমিতাভ। ""আমি এখনও শিখছি। একজন অভিনেতার কাছে সবকিছু খেয়াল করা সবথেকে বড় ব্যাপার। আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে রয়েছি। প্রত্যেক দশ-পনেরো বছর অন্তর নতুন প্রজন্ম শুরু হয় বলিউডে। ওদের সঙ্গে কাজ আমি খুব উপভোগ করি। ``

নীতেশ তিওয়ারি পরিচালিত ভূতনাথ রিটার্নস মুক্তি পাচ্ছে আগামী ১১ এপ্রিল।

First Published: Wednesday, February 26, 2014, 23:50


comments powered by Disqus