Last Updated: February 11, 2012 16:48

দীর্ঘদিন ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। শনিবার সকালে তলপেটে ব্যথা নিয়ে আন্ধেরির সেভেন হিল্স হাসপাতালে ভর্তি হন বিগ বি। চিকিত্সকরা জানিয়েছেন, "বিগ বি`র অস্ত্রোপচার সফল হয়েছে, এখন স্থিতিশীল রয়েছেন তিনি।"
শনিবার সকাল সাড়ে ন`টায় অপরেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অমিতাভকে। ওটি-তে নিয়ে যাওয়ার আগে তিনি যথেষ্ট স্বাভাবিক ছিলেন। বৃহস্পতিবার টুইটারে অমিতাভ জানিয়েছিলেন, "আগেও বহুবার জটিল যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে আমার পেটকে, এবার একেও `এন্টারটেন` করার পালা।" তিনি আরও জানিয়েছিলেন ছুরি-কাঁচির দ্বারস্থ হবার আগে ১০ ফেব্রুয়ারি সিটি স্ক্যানও হবে তাঁর।
হাসপাতালে ভর্তির আগে শুক্রবার রাতে তিনি আবার টুইট করে জানান, "হাসপাতালে আরেকটা যাত্রার জন্য আবারও প্রস্তুত, এমন একটি গন্তব্য যেখানে যেতে না চাইলেও সে বারবার আমাকে আমন্ত্রণ করে।"

শনিবার, অস্ত্রোপচারের পর অভিষেক বচ্চন জানান "সফল অস্ত্রোপচারের পর বাবা এখন স্থিতিশীল রয়েছেন, আরোগ্য কামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।"
হাসপাতালে ভর্তির আগে বচ্চন পরিবার বালাজি মন্দিরে বিগ বি-র সুস্থতার জন্য প্রার্থনা করেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, এই রোগের কারণে অমিতাভের পাকস্থলীর টিস্যুগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। তবে, অপারেশনের পর এই সমস্যাটি আর বিগ বি-কে কাবু করতে পারবেন না বলেও চিকিৎসকরা জানান।
বিগ বি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাই করছি আমরা সবাই।
First Published: Sunday, February 12, 2012, 09:04