Last Updated: Saturday, January 12, 2013, 23:52
বিগ বস-এর ষষ্ঠ সংস্করণে চ্যাম্পিয়ন হলেন ঊর্বশি ঢোলাকিয়া। বিগ বসে খেতাব জেতায় ৫০ লক্ষ টাকা, সঙ্গে দারুণ মডেলের একটি গাড়ি, আর সুদৃশ্য ট্রফির মালকিন বনে গেলেন ভারতীয় টেলিভিশনের চেনা মুখ ঊর্বশি। কাস্টিং ডিরেক্টর ইমামকে বিগ বসে জিতলেন কভি `কসৌটি জিন্দেগিকি`-র কমলিকা।