উস্তাদ আমজাদ আলি খানের সরোদ হারিয়ে ফেলল ব্রিটিশ এয়ারওয়েজ

উস্তাদ আমজাদ আলি খানের সরোদ হারিয়ে ফেলল ব্রিটিশ এয়ারওয়েজ

উস্তাদ আমজাদ আলি খানের সরোদ হারিয়ে ফেলল ব্রিটিশ এয়ারওয়েজ ব্রিটিশ এয়ারওয়েজ হারিয়ে ফেলেছে তাঁর বহুমূল্য সরোদ। দেশে ফেরার ৪৮ ঘণ্টা পরেও উস্তাদ আমজাদ আলি খানের প্রিয় সরোদ তাঁর হাতে তুলে দিতে পারল না ব্রিটিশ বিমান সংস্থা। একটি সংবাদ চ্যানেলকে আমজাদ আলি খান জানিয়েছেন, "আমি আমার সরোদ ফেরত চাই। কোনও ক্ষতিপূরণ নয়।"

এ দিন সকালে উস্তাদ টুইট করেন, ১৯৯৭ সালে আমার সরোদ একবার নষ্ট করে ফেলেছিল ব্রিটিশ এয়ারওয়েজ। আর এবার হারিয়ে ফেলেছে। ৪৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছি এখনও খুঁজে পাওয়া যায়নি আমার সরোদ। গত ৪৫ বছর ধরে এই সরোদ তাঁর সঙ্গী। প্রিয় সরোদের নাম গঙ্গা। ২১ জুন লন্ডনের ডার্লিংটনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ অনুষ্ঠানে সরোদ বাজান আমজাদ আলি খান। এরপর রবিবার স্ত্রী শুভলক্ষ্মীর সঙ্গে দিল্লি ফিরে আসেন তিনি। বলেছেন, "বিমানবন্দরে আমি সরোদ একজেনর হাতে তুলে দিয়ে বলেছিলাম এটার খেয়াল রেখো। আমার জীবন এই সরোদ। দিল্লি বিমানবন্দরে নামি মধ্যরাতে। তারপরই জানতে পারি পাওয়া যাচ্ছে না সরোদ। ৩ ঘণ্টা অপেক্ষা করেও সরোদ না পাওয়ায় বিমান সংস্থা জানায় পরের বিমানেই আসবে আমার সরোদ। কিন্তু তারপর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও পাওয়া যায়নি সরোদ।"

এর আগে ২০১০ সালে আমজাদ আলি খানের সরোদের ক্ষতি করার জন্য ক্ষমা চেয়েছিল এয়ার ইন্ডিয়া। যাতে তাঁর সরোদ রাখার জন্য বিমানে একটি সিটের ব্যবস্থা করা হয় সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানাতে চলেছেন আমজাদ আলি খান।

First Published: Monday, June 30, 2014, 23:12


comments powered by Disqus