Last Updated: December 10, 2011 13:10

অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টার পর এবার ড্যামেজ কন্ট্রোলে সক্রিয হয়েছে এএমআরআই কর্তৃপক্ষ। হাসপাতালে আগুন লাগার পর চিকিত্সক ও চিকিত্সাকর্মীরা পালিয়ে গিয়েছিল বলে সংবাদমাধ্যমে যে খবর রটেছে তা ভুল বলে দাবি করেছেন হাসপাতালের মেডিক্যাল সুপার। একই সঙ্গে তাঁর দাবি, এখনও যেসব রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের চিকিত্সায় কোনওরকম গাফিলতি হচ্ছে না।
First Published: Saturday, December 10, 2011, 13:10