Last Updated: January 8, 2012 17:05

পঞ্জাবে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পরিবারগুলিতে ভাঙন ক্রমশ প্রকট হচ্ছে। কিছুদিন আগেই শিরোমণি অকালি দল ছেড়ে পঞ্জাব পিপলস পার্টি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ভ্রাতুষ্পুত্র মনপ্রীত সিং। এবার বিধানসভা ভোটে টিকিট না পেয়ে দল ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অমিরন্দর সিংয়ের ভাই মালিন্দর সিং।
কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সামানা কেন্দ্রে দলের মনোনয়ন চেয়েছিলেন তিনি। কিন্তু এই কেন্দ্রে নিজের ছেলে রনিন্দর সিংকে টিকিট দেন অমরিন্দর। এর প্রতিবাদে রবিবার প্রকাশ সিং বাদলের ছেলে, পঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপস্থিতিতে শিরোমণি অকালি দলে যোগ দিয়েছেন মালিন্দর সিং।

২০০৯-এর লোকসভা ভোটেও পাতিয়ালা কেন্দ্রে কংগ্রেসের টিকিট চেয়ে ব্যর্থ হন মালিন্দর। সে সময় এই কেন্দ্রে নিজের স্ত্রী প্রীণিত কউরকে মনোনয়ন পাইয়ে দিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
মালিন্দরের অভিযোগ, স্ত্রী এবং ছেলেকে নিয়ে পঞ্জাব রাজনীতিতে পারিবারিক শাসন কায়েম করতে চাইছেন তাঁর দাদা অমরিন্দর সিং। যদিও পঞ্জাবের কংগ্রেস নেতৃত্বের যুক্তি, ২০০৯ সালের লোকসভা ভোটে পরাজয় নিশ্চিত জেনেও বাদল পরিবারের দুর্গ ভাতিন্দায় প্রার্থী হয়েছিলেন রনিন্দর। সে কারণেই এবার অপেক্ষাকৃত নিরাপদ আসনে প্রার্থী করা হয়েছে তাঁকে।
First Published: Sunday, January 8, 2012, 17:05