siramani akali dal - Latest News on siramani akali dal| Breaking News in Bengali on 24ghanta.com
পঞ্জাবে প্রদেশ কংগ্রেস সভাপতির ভাই অকালি দলে

পঞ্জাবে প্রদেশ কংগ্রেস সভাপতির ভাই অকালি দলে

Last Updated: Sunday, January 8, 2012, 17:05

পঞ্জাবে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পরিবারগুলিতে ভাঙন ক্রমশ প্রকট হচ্ছে। কিছুদিন আগেই শিরোমণি অকালি দল ছেড়ে পঞ্জাব পিপলস পার্টি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ভ্রাতুষ্পুত্র মনপ্রীত সিং। এবার বিধানসভা ভোটে টিকিট না পেয়ে দল ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অমিরন্দর সিংয়ের ভাই মালিন্দর সিং।