আনন্দকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার

আনন্দকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার

এলিট ক্লাবের সদস্য হলেন পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। বুধবার বরিস গেলফাঁকে হারিয়ে পঞ্চম বারের জন্য বিশ্বদাবার খেতাব জেতার পরই এলিট ক্লাবের সদস্যপদ নেন আনন্দ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই আনন্দকে ফোনে অভিনন্দন জানিয়েছিলন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বিশ্বদাবায় অভূতপূর্ব কৃতিত্বের জন্য তাঁকে সংবর্ধনা দেওয়ারও ভাবনা-চিন্তা করছে রাজ্য সরকার। ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে গ্র্যন্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে।

বৃহস্পতিবার আনন্দকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষনা করেছেন ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার পক্ষে সওয়ালও করেন মাকেন। বৃহস্পতিবারই মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করেন আনন্দ এবং গেলফাঁ।

First Published: Friday, June 1, 2012, 22:25


comments powered by Disqus