Last Updated: Sunday, June 3, 2012, 21:55
বিশ্বদাবার খেতাবি লড়াই চলার সময়ই বিশ্ববনাথন আনন্দের তীব্র সমালোচনা করেছিলেন কিংবদন্তী দাবাড়ু গ্যারি কাসপারভ। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেই কাসপারভকে জবাব দিলেন আনন্দ। সেই সঙ্গেই এখনই তিনি অবসর গ্রহণ করছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন।