Last Updated: May 21, 2014 19:31

আরও একবার আবেগে ভাসলেন নরেন্দ্র মোদী। দেশের মসনদে বসতে ঘর ছাড়লেন মোদী। এ দিন গুজরাতের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে গিয়ে ফের কেঁদে ফেললেন মোদী। গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনন্দীবেন পটেল। অনেক মহল থেকে বিরোধিতা এলেও আনন্দীবেনই ছিলেন মোদীর প্রথম পছন্দ। তাঁর শপথ গ্রহণে গুজরাত পেল প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।
কয়েকমাস আগে থেকেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে আনন্দীবেনের নামই উঠে আসতে থাকে বারবার। লোকসভা ভোটের প্রচারে মোদী ব্যস্ত হয়ে পড়ায় আড়ালেই রাজ্যের দায়িত্ব সামলাচ্ছিলেন আনন্দীবেন। মোদীর পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে রাজ্যের মন্ত্রীদের পরিচালনা করেছেন আনন্দীবেন। দায়িত্ব গ্রহণের পর বলেন, "গুজরাতের মানুষদের অসংখ্য ধন্যবাদ আমার ওপর আত্মবিশ্বাস রাখার জন্য, আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। বিজেপি সবসময় মহিলাদের অধিকার নিয়ে কথা বলেছে। মোদীজি যেই উন্নয়নের কাজ শুরু করেছিলেন আমি তা এগিয়ে নিয়ে যেতে চাই।"
First Published: Wednesday, May 21, 2014, 19:31