Last Updated: Wednesday, May 21, 2014, 22:02
নরেন্দ্র মোদীর বিদায়ী অধিবেশনে বিরোধী পক্ষ বলে কিছুই থাকল না গুজরাত বিধানসভায়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রশংসা আর স্তুতিতে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিদায় জানালেন সব বিধায়ক। অমিত শাহ, আনন্দী বেন প্যাটেলের সঙ্গেই ভাবী প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন কংগ্রেস নেতা শঙ্করশিন বাঘেলাও।