Last Updated: March 11, 2014 10:40
তাঁর প্রথাভাঙা জীবনযাপন থেকে তৈরি হয়েছে তাঁর সাহিত্য দর্শন। প্রথম জীবনে আলকাপ দলের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন জেলায় জেলায় এমনকি কলকাতায়। আলকাপ দলে তিনি বাঁশী বাজাতেন এবং পাশাপশি অভিনয়, লোকনাচের তালিম দিতেন। জীবনের পরবর্তী অধ্যায়ে তাঁর সাহিত্যচর্চা শুরু। সাহিত্যই তাঁকে চিরস্থায়ী করেছে দেশবিদেশের বহু পাঠকের কাছে। ছোটগল্প ও উপন্যাসের পাশাপাশি তিনি এখনও রচনা করে চলেছেন সুচিন্তিত প্রবন্ধও। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তাঁর অবস্থান অনুসরণযোগ্য। তাঁর সাবলীল লেখনি বাংলা গদ্যসাহিত্যে যোগ করেছে এক স্বতন্ত্র মাত্রা।
First Published: Tuesday, March 11, 2014, 14:51