Last Updated: Wednesday, September 5, 2012, 20:08
মুর্শিদাবাদে খোশবাসপুরে সমাহিত করা হল সৈয়দ মুস্তাফা সিরাজকে। লেখকের শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর নিজের গ্রামে অন্তেষ্টির কাজ হবে বলে গতকালই তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল। সেই মতো বুধবার সকালে পিসহাভেন থেকে সিরাজের দেহ নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে।