Last Updated: November 27, 2013 20:28

বঙ্গপোসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় `লহের` অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। বৃহস্পতিবার উপকূল এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণীঝড়। আবহাওয়া দফতর জানিয়েছে, এখন মছলিপত্তম থেকে ৫৭০ পূর্ব-দক্ষিণে অবস্থান করছে লহের। কাল দুপুর নাগাত ঘূর্ণীঝড় সমতল ছোঁবে।
জার জেরে বুধবার সন্ধে থেকেই অন্ধ্রপ্রদেশ ও পুডুচেরির বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের আক আধিকারিক জানিয়েছে, "বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে।"
বেশকিছু বাড়ি ও ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। খারাপ আবহাওয়ার জন্য প্রভাবিত হতে পারে রেল ও সড়ক যোগাযোগও। প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের সমদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যে সমুদ্র কাছ থেকে মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উপদ্রুত এলাকায় মানুষদের ঘরের ভিতরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
First Published: Wednesday, November 27, 2013, 20:28