Last Updated: Wednesday, November 27, 2013, 20:28
বঙ্গপোসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় `লহের` অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। বৃহস্পতিবার উপকূল এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণীঝড়। আবহাওয়া দফতর জানিয়েছে, এখন মছলিপত্তম থেকে ৫৭০ পূর্ব-দক্ষিণে অবস্থান করছে লহের। কাল দুপুর নাগাত ঘূর্ণীঝড় সমতল ছোঁবে।