মরসুমের প্রথম গ্রান্ড স্লাম থেকে বিদায় ফেডের

মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় ফেডের

মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় ফেডেরঅস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেডেরর। এ দিনের রুদ্ধশ্বাস সেমিফাইনালে অ্যান্ডি মারের কাছে ৬-৪, ৬-৭, ৬-৩, ৬-৭, ৬-২ সেটে পরাজিত হন ফেড। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামে মারে হারালেন ফেডেররকে। রবিবার বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচের মুখোমুখি হবেন মারে।

মেলবোর্ন পার্কে শুরুটা দুরন্ত করেছিলেন তরুণ মারে। প্রথম সেটের দ্বিতীয় গেমেই ফেডেরারের থেকে সার্ভিস ছিনিয়ে নেন তিনি। এর পর প্রথম সেট ব্যাগে পুরতে কোনও সমস্যা হয়নি ব্রিটেনের ১ নম্বরের। পরের সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে জেতেন ফেডেরর। তৃতীয় সেটে আবার বাজিমাত করেন লন্ডন অলিম্পিকে সোনা জেতা মারে। চতুর্থ সেটে পিছিয়ে পরেও কামব্যাক করেন ফেডেরার। যদিও নির্ণায়ক সেটে পরিচিত মেজাজে পাওয়া যায়নি ১৭টি গ্র্যান্ড স্লামের মালিককে।

দু'বার পিছিয়ে পরার পরও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিলেন সুইস মহাতারকা। কিন্তু শেষরক্ষা হয়নি। নির্ণায়ক সেটে অ্যান্ডি মারের দুরন্ত টেনিসের কাছে হার মানতে হয় ফেডেরারকে। আজকের ম্যাচে মোট ১৬টা 'এস' সার্ভ করেন মারে। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের কোনও ম্যাচেই ৫ নম্বর দেটে যেতে হয়নি মারেকে।






First Published: Friday, January 25, 2013, 19:10


comments powered by Disqus