Last Updated: Friday, January 25, 2013, 18:44
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেডেরর। এ দিনের রুদ্ধশ্বাস সেমিফাইনালে অ্যান্ডি মারের কাছে ৬-৪, ৬-৭, ৬-৩, ৬-৭, ৬-২ সেটে পরাজিত হন ফেড। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামে মারে হারালেন ফেডেররকে। রবিবার বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচের মুখোমুখি হবেন মারে।