Last Updated: September 23, 2013 09:40

জার্মানির সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে, তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখলেন চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল। রবিবার নির্বাচনে তাঁর দল ৪২% ভোট পেয়েছে। তবে সহযোগী দলগুলির উপর নির্ভর করছে কাদের নিয়ে সরকার গঠন করবেন তিনি।
ভোটের ফল প্রকাশের পর উচ্ছসিত অ্যাঞ্জেলা মার্কেল। তিনি জানিয়েছেন, আগামী চার বছর দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি জার্মানি। আর জার্মানিকে এই সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার মূল কারিগর চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। তাঁকেই জার্মানির মানুষ ফের নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
First Published: Monday, September 23, 2013, 09:40