Last Updated: Friday, July 4, 2014, 10:11
শুক্রবার মারাকানায় দুই ইউরোপীয়ান জায়েন্টের লড়াই। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে জার্মানি। বিশ্বকাপে এখনও অপরাজিত দুদলই। মুলার বনাম বেনজামার ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষায় ফুটবলবিশ্ব। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইটান ক্ল্যাশ। ঐতিহাসিক মারাকানায় মুখোমুখি হচ্ছেন ইউরোপের দুই সুপার পাওয়ার ফ্রান্স আর জার্মানি।