দীর্ঘ নয় বছরের অপেক্ষা, অঞ্জু ববি জর্জের রুপোর পদক বদলে গেল সোনায়

দীর্ঘ নয় বছরের অপেক্ষা, অঞ্জু ববি জর্জের রুপোর পদক বদলে গেল সোনায়

দীর্ঘ নয় বছরের অপেক্ষা, অঞ্জু ববি জর্জের রুপোর পদক বদলে গেল সোনায়
নয় বছরের অপেক্ষার পর অঞ্জু ববি জর্জের রুপোর মেডেল বদলে গেল সোনায়। মোনাকোতে ২০০৫ সালে বিশ্ব অ্যাথলিট মিটের ফাইনালে লং জাম্পে রুপো জিতেছেলেন ভারতের অঞ্জু। সোনা পান রাশিয়ার তাতিয়ানা কোতোভা। কিন্তু গত বছর ২০০৫ সালে তাতিয়ানার স্যাম্পেল পরীক্ষা করে তাদে নিষিদ্ধ মাদকের প্রমাণ মেলে। তারপরেই বিশ্ব অ্যাথলিটে তাতিয়ানার পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় IAAF।

অঞ্জু ভারতের প্রথম অ্যাথলিট যিনি কোনও আন্তর্জাতিক স্তরের বিশ্ব চ্যাম্পিয়ানশিপে সোনা জিতলেন।

এএফআই জানিয়েছে খুব শীঘ্র অঞ্জু তাঁর পদক পেয়ে যাবেন। সোনার খবর পাওয়ার পর অঞ্জু জানিয়েছেন ``আমার সমসাময়িক রুশ লংজাম্পারদের অনেককেও নিয়ে আমার সন্দেহ ছিল। আমার মনে হয়ে ছিল এঁরা নিষিদ্ধ মাদক নিতে পারেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গতবছর সিদ্ধান্ত নেয় এথেন্স অলিম্পকের পর থেকে আট বছরের আন্তর্জাতিক মিট গুলির পুরনো স্যাম্পেলগুলি নিয়ে ফের পরীক্ষা করা হবে। যার জেরে ২০০৫ সালের বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়ানশিপের স্যাম্পেলও পরীক্ষা করা হয়। সেখানেই তাতিয়ানার স্যাম্পেলে নিষিদ্ধ মাদকের প্রমাণ মেলে।


First Published: Tuesday, January 14, 2014, 23:33


comments powered by Disqus