Last Updated: Tuesday, January 14, 2014, 23:33
নয় বছরের অপেক্ষার পর অঞ্জু ববি জর্জের রুপোর মেডেল বদলে গেল সোনায়। মোনাকোতে ২০০৫ সালে বিশ্ব অ্যাথলিট মিটের ফাইনালে লং জাম্পে রুপো জিতেছেলেন ভারতের অঞ্জু। সোনা পান রাশিয়ার তাতিয়ানা কোতোভা। কিন্তু গত বছর ২০০৫ সালে তাতিয়ানার স্যাম্পেল পরীক্ষা করে তাদে নিষিদ্ধ মাদকের প্রমাণ মেলে। তারপরেই বিশ্ব অ্যাথলিটে তাতিয়ানার পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় IAAF।