বিয়ে করছেন, তাই জামিন পেলেন অঙ্কিত

বিয়ে করছেন, তাই জামিন পেলেন অঙ্কিত

বিয়ে করছেন, তাই জামিন পেলেন অঙ্কিতবিয়ে করছেন তাই শর্ত সাপেক্ষে জামিন পেলেন স্পট ফিক্সিং কেলেঙ্কারির অন্যতম নায়ক অঙ্কিত চৌহাণ৷ আগামি ২ জুন বিয়ে৷ তাই, আগামী ৬ জুন পর্যন্ত জামিন পেলেন অঙ্কিত। এক লক্ষ টাকার বিনিময়ে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় দিল্লির দায়রা আদালত৷ শেষ পর্যন্ত যদিও মায়াপ্পনের ঘনিষ্ঠ বন্ধু হোটেল মালিক বিক্রম অগ্রবালের আগাম জামিনের আবেদন এদিন খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট৷

এদিনই আবার জামিন পেলেন শ্রীসন্থের বন্ধু অভিষেক শুক্লা৷ অন্যদিকে, স্পট ফিক্সিংয়ের ইনাম হিসেবে শ্রীসন্থকে দেওয়া সাড়ে ৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিস৷





First Published: Thursday, May 30, 2013, 20:46


comments powered by Disqus