Last Updated: Thursday, May 30, 2013, 20:37
বিয়ে করছেন তাই শর্ত সাপেক্ষে জামিন পেলেন স্পট ফিক্সিং কেলেঙ্কারির অন্যতম নায়ক অঙ্কিত চৌহাণ৷ আগামি ২ জুন বিয়ে৷ তাই, আগামী ৬ জুন পর্যন্ত জামিন পেলেন অঙ্কিত। এক লক্ষ টাকার বিনিময়ে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় দিল্লির দায়রা আদালত৷ শেষ পর্যন্ত যদিও মায়াপ্পনের ঘনিষ্ঠ বন্ধু হোটেল মালিক বিক্রম অগ্রবালের আগাম জামিনের আবেদন এদিন খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট৷