Last Updated: November 28, 2011 10:02

আন্দোলনের অনুমতি পেলেন আন্না হাজারে। রামলীলা ময়দানে তাঁকে আন্দোলনের অনুমতি দিয়েছে দিল্লি পুরসভা। আগামী সাতাশে ডিসেম্বর থেকে ফের আন্দোলনে বসার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাশ না হলে ফের আন্দোলনে বসবেন বলে আগেই জানিয়েছিলেন প্রবীণ এই সমাজকর্মী। সাতাশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত আন্দোলনের জন্য দুদিন আগেই অনুমতি চেয়েছিলেন আন্না। যদিও দিল্লি পুলিসের নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া এখনও বাকি।
First Published: Monday, November 28, 2011, 10:10