ফের অনশনে আন্না হাজারে, Anna Hazare goes for fasting again

ফের অনশনে আন্না হাজারে

ফের অনশনে আন্না হাজারেসরকারকে চাপে রাখতে সংসদের অধিবেশন চলাকালীন ফের অনশনের প্রস্তুতি শুরু করে দিলেন আন্না হাজারে। শীতকালীন অধিবেশনে কার্যকরী ও শক্তিশালী লোকপাল বিল পাশ না হলে আবার দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসতে চান তিনি। সাতাশে ডিসেম্বর থেকে অনশনের অনুমতি চেয়ে আজ পুলিসের কাছে আবেদন জানাচ্ছেন আন্না হাজারে।   

First Published: Sunday, November 27, 2011, 23:55


comments powered by Disqus