Last Updated: November 27, 2011 23:51

সরকারকে চাপে রাখতে সংসদের অধিবেশন চলাকালীন ফের অনশনের প্রস্তুতি শুরু করে দিলেন আন্না হাজারে। শীতকালীন অধিবেশনে কার্যকরী ও শক্তিশালী লোকপাল বিল পাশ না হলে আবার দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসতে চান তিনি। সাতাশে ডিসেম্বর থেকে অনশনের অনুমতি চেয়ে আজ পুলিসের কাছে আবেদন জানাচ্ছেন আন্না হাজারে।
First Published: Sunday, November 27, 2011, 23:55