Last Updated: January 30, 2013 11:28

বুধবার পাটনায় আন্দোলনের নতুন ইনিংস খেলতে নামছেন আন্না হাজারে। এ দিন কৃষক আন্দোলনের সুচনা করবেন দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রণেতা। আগামী বছরের মধ্যে এই আন্দোলনকে উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও কর্নাটকের মতো রাজ্যগুলিতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আন্নার। আজকের পাটনার কর্মসূচিতে প্রাক্তন সেনা প্রধান ভি কে সিং এবং প্রাক্তন টিম আন্না সদস্যা কিরণ বেদীর যোগ দেওয়ার কথা রয়েছে।
ভারতের গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরে বঞ্চনার স্বীকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন আন্না। তাঁর কথায়, "কৃষক সংগঠনকে আরও জোরদার করতে আমি দেশব্যাপী যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি।" লোকসভা নির্বাচনের আগেই রামলীলা ময়দানে আরেক দফা সত্যাগ্রহে বসবেন বলেও জানিয়েছেন আন্না।
`ভাসভা কৃষি` পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়ে ভাগলকোটে আন্না হাজারে বলেন, "কৃষকদের প্রতিবাদকে তুলে ধরতে আমি হরিয়ানা, উত্তর প্রদেশ, পঞ্জাব এবং কর্ণাটক সফর করব।"
First Published: Wednesday, January 30, 2013, 11:28