Last Updated: Wednesday, November 20, 2013, 20:54
আর কোনও রাখঢাক নয়। গুরু-শিষ্যের সম্পর্ক এখন কার্যত দাঁড়িয়ে খাদের কিনারায়। রামলীলা ময়দানের আন্দোলনের জন্য তোলা টাকা খরচ নিয়ে বিতণ্ডা তুঙ্গে। গত ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কেজরিওয়ালের ওপর যথেষ্ঠই ক্ষুব্ধ আন্না হাজারে। আজ অবশ্য ফাটল ঢাকতে তিনি বলছেন, কেজরিওয়ালের সঙ্গে কোনও বিবাদ নেই তাঁর। দিল্লি ভোটের আগে এই বিতর্কের ফয়দা তুলতে তত্পর বিজেপি ও কংগ্রেস ।